ব্রিসবেনে গাড়ি দূর্ঘটনায় বাংলাদেশী নিহত

  
    
নিহত শাহীদ ইসলাম

প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী অধ্যুসিত শাহীদ ইসলাম মারা গেছেন (ইন্না..রাজেউন)। প্রশান্তিকার ব্রিসবেন প্রধান তুলি নূর জানান, একটি স্টোলেন গাড়ি প্রচন্ড বেগে রাস্তার উল্টো দিক থেকে এসে শাহীদের মাজদা সেদানের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শাহীদ ও স্টোলেন গাড়ির এক আরোহী মারা যায়। ব্রিসবেনের উত্তারঞ্চলীয় শহর ব্যাল্ড হিলস্ এ এই দূর্ঘটনা ঘটে। পুলিশ স্টোলেন গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে। দূর্ঘটনায় আরও দুটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার মিডিয়াকে পুলিশ জানায়, দূর্ঘটনার মুহূর্তে পুলিশ স্টোলেন গাড়িকে ধরতে ধাওয়া করেনি। তবে এর আগে একবার ধরার চেষ্টা করা হয়েছিলো। তখন গাড়িটি পুলিশের দৃষ্টির বাইরে চলে যায়।

ব্রিসবেনে গাড়ি দূর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশী

শাহীদ ইসলামের বয়স হয়েছিলো ৩৬। তিনি একটি নামকরা আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী জান্নাত ফেরদৌসি ও চার বছর বয়সী এক ছেলে সাহির কে রেখে গেলেন। মঙ্গলবার রাতে গ্রিফিনে তাঁর নতুন নির্মিত বাড়ি পরিস্কার করে একাকী গাড়ি চালিয়ে তাঁর ভাড়া বাসায় ফিরছিলেন। বন্ধুরা জানান, শাহীদ রোববারে পরিবারসহ নতুন বাড়িতে উঠতেন। সেই কারনেই মঙ্গলবার রাতে কুইক ক্লিন করতে গিয়েছিলেন। শাহীদের মৃত্যুতে ব্রিসবেনসহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments