প্রশান্তিকা ডেস্ক: ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ নতুন কমিটি ঘোষণা করেছে। সিডনির লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সাধারণ সভায় নতুন পরিচালনা কমিটি অনুমোদন করেন সদস্যরা সর্বসম্মতিক্রমে।
নবনির্বাচিত সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট ডা: মাহবুবা খানম মুক্তা, জেনারেল সেক্রেটারি ডা: সুরঞ্জনা জেনিফার রহমান, ট্রেজারার তাসরিনা নাহিদ তন্বী।
অস্ট্রেলিয়ায় বসবাসরত ভিকারুননিসা স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয় অ্যালামনাইয়ের সদস্যপদে যোগদানের জন্য।
নতুন সদস্য হতে আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
vaaustralia.vnsc@gmail.com
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি টানা হয় এই সভার।
সংগঠনের পক্ষ থেকে পাবলিকেশন্স সেক্রেটারি সাকিনা আক্তার এই তথ্য জানান।