ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া‘র ফান্ড রেইজিং মর্নিং টি অনুষ্ঠিত

  
    
প্রশান্তিকা ডেস্ক : ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া ( ভি এ অস)  আয়োজিত চ্যারিটি ইভেন্ট ” ফান্ড রেইজিং মর্নিং টি ” গত ১৪ আগস্ট রবিবার ম্যাকুয়ারি লিংকস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
.
উক্ত অনুষ্ঠান থেকে টিকেট বিক্রি বাবদ চার হাজার অস্ট্রেলিয়ান ডলার তহবিল সংগৃহীত হয়েছে যা সিডনীর একটি অলাভজনক সংগঠন ” কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনক ( সি ডি এন আই) ” এর একটি প্রকল্প ” হার বিজনেসে ” দান করা হয়েছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত অভিবাসী নারীরা ৬ সপ্তাহ ব্যাপী ৬ দিনের একটি প্রশিক্ষন কর্মশালায় অংশ নিয়ে কর্মক্ষেত্রে নিজেদেরকে স্বাবলম্বী হয়ে গড়ে তোলার সুযোগ পাবেন।
সি ডি এন আই এর প্রেসিডেন্ট কাউন্সিলর ড. সাবরিন ফারুকীর হাতে প্রতীকি চেক তুলে দেয়া হয়।
ভি এ অস’র বর্তমান প্রেসিডেন্ট ডাঃ মাহবুবা খানম মুক্তা,  জেনেরাল সেক্রেটারি ডাঃ সুরঞ্জনা জেনিফার রহমান ও ট্রেজারার তাসরিনা নাহিদ তন্বী সকলের উপস্থিতে সি ডি এন আই এর প্রেসিডেন্ট কাউন্সিলর ডাঃ সাবরিন ফারুকীর হাতে প্রতীকি চেক তুলে দেন।
সবশেষে ভিকারুন্নিসা এলামনাইদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভবিষ্যতে আরো বেশি চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহনের অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments