ভিকারুননিসা নূন স্কুল এলামনাই অস্ট্রেলিয়ার (VAAUS) ইফতার সন্ধ্যা

  
    

প্রশান্তিকা ডেস্ক : গত ৯ই এপ্রিল রবিবার সিডনির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ক্যামবেলটাউনে হাটবাজার রেস্টুরেন্টে  আয়োজিত হয় ভিকারুননিসা নূন স্কুল এলামনাই অস্ট্রেলিয়ার  (VAAUS) ইফতার সন্ধ্যা। সংগঠনটির প্রেসিডেন্ট ডা. সুরঞ্জনা জেনিফার রহমান, জেনারেল সেক্রেটারি তাসরিনা নাহিদ তন্বী, ট্রেজারার নূর এ নাজিয়া বিপা, ভাইস প্রেসিডেন্ট সাকিনা আক্তার,  প্রাক্তন প্রেসিডেন্ট ডা. মাহবুবা খানম মুক্তা সহ উপস্থিত ছিলেন এলামনাইয়ের এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি সব এলামনাইদের উপস্থিতিতে স্কুল জীবনের ইফতারের আমেজ অনুভব করেন বলে জানিয়েছেন সদস্যরা। ইফতার শেষে এলামনাইয়ের জেনারেল সেক্রেটারি সংগঠনের আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সবশেষে প্রেসিডেন্ট ডা. সুরঞ্জনা জেনিফার রহমান সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান।

লিখেছেন- সোহেলা সিলভী, পাবলিকেশন সেক্রেটারি 
(ভিএঅস)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments