প্রশান্তিকা ডেস্ক: আসছে ৯ ফেব্রুয়ারী রোববার সিডনির প্রাণকেন্দ্র এশফিল্ডের আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা জানাবেন ভিকারুন্নিসা আ্যলামনাই অস্ট্রেলিয়ার সদস্যরা।
আ্যলামনাইয়ের প্রেসিডেন্ট ডাঃমাহবুবা খানম মুক্তা এবং জেনেরাল সেক্রেটারী ডাঃসুরঞ্জনা জেনিফার রহমান সকল সদস্য ও বন্ধুদের ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় এশফিল্ড পার্কে উপস্থিত থেকে প্রভাত ফেরী ও পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন। তারা আশা করেন, উক্ত অনুষ্ঠানে সকল ভিকারুন্নিসা এলামনাই অংশগ্রহণ করে উদ্যোগটি সফল করবেন।
উল্লেখ্য, একই স্থানে সেদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারাদিন মঞ্চে ভাষা শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন সহ নানাবিধ অনুষ্ঠান চলবে।