ভিক্টোরিয়ায় ১৩ জুলাইয়ের পর প্রথম দিন কোনো মৃত্যু ছাড়া

  
    

মিতা চৌধুরী, মেলবোর্ন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের করোনা পরিস্থিতির ক্রমশ উন্নতি ঘটছে। গত ১৩ জুলাইয়ের পর এই প্রথম কোনো দিন নতুন কোনো করোনা মৃত্যু ছাড়া অতিবাহিত হলো।

করোনায় আক্রান্তের হারও কমে এসেছে।

গত ২৪ ঘন্টায় (সর্বশেষ আপডেট ১৫ সেপ্টেম্বর ) ভিক্টোরিতে নতুন ৪২ জন করোনা আক্রান্ত হয়েছে এবং শুন্য মৃত্যু সংখ্যা। এছাড়াও মেট্রোপলিটন ও রিজিওনাল ভিক্টোরিয়ার ১৪ দিনের আনুপাতিক সংখ্যাও কমে আসছে। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১১:৫৯ মিনিট থেকে রিজিওনাল ভিক্টোরিয়া লকডাউন শিথিল করার যে নকশা প্রণয়ন করা হচ্ছে তার পরবর্তী ধাপে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রিমিয়ার ড্যান এন্ড্রুস। তিনি আরো উল্লেখ করেন ,”এটা একটা বিশাল ব্যাপার , এবং খুবই ইতিবাচক ব্যাপার।” আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১১:৫৯ মিনিটে তাই অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে রিজিওনাল ভিক্টোরিয়ার জীবনযাত্রা, এখন আর কাউকে শুধু ৪টি প্রয়োজনে বাইরে যাওয়ার যে বিধিনিষেধ তা মানতে হবে না। পাব, রেস্তোরাঁ ও ক্যাফেগুলো এখন ইনডোর আউটডোর সবধরণের সেবাই দিতে পারবে এর ক্রেতাদের। একই পরিবারের সর্বোচ্চ ৫জন অন্য পরিবারের আথিতেয়তা নিতে পারবে। সর্বোচ্চ ১০জন ব্যক্তি বাইরে একসঙ্গে জড়ো হতে পারবে। গত দুই সপ্তাহের গড় হিসাবে রিজিওনাল ভিক্টিরিয়ার আক্রান্তের হিসাব ৩.৬ জন, আর মেট্রোপলিটন ভিক্টোরিয়ার গড় ৫২.৯ জন, যা উল্লেখজনক হারে কমে আসছে। প্রিমিয়ার ড্যান এন্ড্রুস বলেন ,”রিজিওনাল ভিক্টোরিয়া যে অসাধারণ অর্জনটি করেছে তাঁদের এই অর্জনে আমাদের সবারই গর্ব করা উচিত”। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৮১৬ জন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments