‘মাকসুদ ও ঢাকা’ সিডনি পৌঁছেছেন । ৫ নভেম্বরে জন্মভূমি টিভির ৭ম বর্ষ পূর্তি অনুষ্ঠান

  
    
প্রশান্তিকা ডেস্ক : বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা মাকসুদ ও তাঁর দল গতকাল সন্ধ্যায় সিডনি এসে পৌঁছেছেন। মাকসুদের সঙ্গে এসেছেন তাঁর ব্যান্ডের একেএম ফজলুল হক ( ড্রামার ),  মোহাম্মদ গোলাম রাব্বী ( কী বোর্ডিস্ট ), সেকান্দর আহমেদ (বেস) এবং মীর একরামুল হক ( গীটারিস্ট )।
গতকাল সন্ধ্যায় সিডনি এয়ারপোর্টে মাকসুদ ও ঢাকাকে স্বাগত জানান জন্মভূমি টিভির কর্মকর্তা ও সাংবাদিকেরা।
‘মাকসুদ ও ঢাকা’  আগামী ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির জন ক্লেন্সি অডিটোরিয়ামে জন্মভূমি টেলিভিশনের ৭ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে গান গাইবেন। জন্মভূমির পক্ষ থেকে সিডনি এয়ারপোর্টে রেজা আরেফিন, রাহেলা আরেফিন, আসাদ শামস্, শামসুল আলম, আবিদা আসওয়াদ সহ বেশ কয়েকজন মাকসুদ ও ঢাকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এসময় মাকসুদ সিডনির দর্শকদের আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
বাংলাদেশে ব্যান্ড জগতে নামকরা তারকা মাকসুদ নব্বই দশকে ‘ফিডব্যাক’ নামে ব্যান্ডটির প্রধান ভোকাল ছিলেন। তিনি  মেলায় যাইরে, আজ তোমার চিঠি যদি নাই পেলাম, মৌসুমী, মাঝি সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। ফিডব্যাকই বাংলাদেশের প্রথম ব্যান্ডদল যারা মাত্র একটি গানের অ্যালবাম দেহঘড়ি বের করে। আর সে অ্যালবামও রেকর্ড পরিমাণ বিক্রি হয়। এর বছরখানেক পরেই দলের সাথে মতানৈক্যের অভাবে ফিডব্যাক ছাড়েন মাকসুদ। তৈরি করেন নিজের ব্যান্ড মাকসুদ ও ঢাকা।
.
এর আগে ২০১৮ সালে মাকসুদ ও ঢাকা সিডনি মাতিয়ে গেছেন। বাংলাদেশে তিনিই একমাত্র শিল্পী যিনি কিংবদন্তী শিল্পী বব মার্লের মতো রেগে ( reggae ) গান পরিবেশন করেন। এ ধরনের গান বিশেষ সুর ও কাব্যের সংমিশ্রণে শ্রোতাদের কানে অন্যরকম দোলা দেয়।
জন্মভূমি টেলিভিশনের কর্ণধার সিনিয়র সাংবাদিক রেজা আরেফিন প্রশান্তিকা জানান, “ টেলিভিশনটির ৭ম বর্ষ পূর্তি অনুষ্ঠানটি আমরা খুব জাঁকজমকভাবে করতে যাচ্ছি। সেই লক্ষ্যে মাকসুদ ও ঢাকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি সিডনির দর্শক অন্যরকম একটি অনুষ্ঠান উপভোগ করবেন। Free Parking Gate 11   Botany Street  Kensington.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments