পৃথিবীকি জানে,
তার পৃষ্টে কত গল্প লেখা আছে মায়ায়?
বাতিগুলো নিভে গেলেই,
চুপসে যায় শহর, ভেসে উঠে ছায়ায়!
মৃদু হাওয়ায়,
দক্ষিণের জানালায় পর্দার আড়াল হয় কত অবয়ব
চোখেমুখে শাড়ির আঁচল চেপে,
বারান্দায় ঠায় দাঁড়িয়ে থাকে সে,আপাদমস্তক!
দাপুটে বাতাসে মাঝরাতে
অকুতোভয়ে উড়ে যায় মেঘের পালক,
দীর্ঘশ্বাস নিলেও,
তাকে দেখার কল্পনায় পড়ে’না আঁখির পলক!
ভালোবাসি বলে, বলে
শহরে কতশত প্রতিশ্রুতি!
মহান প্রতিপালক’ই তো,
ছড়িয়েছেন এ মায়ার দ্যুতি!
আমার জন্যে একটু হেসো…
তাচ্ছিল্যের হাসি হলেও হেসো!
বিদায় নিলেও রেখো,
ফিরে আসার উপাখ্যান।
শুভ দাশ
শিক্ষার্থী, সরকারী বাঙলা কলেজ।
ঢাকা, বাংলাদেশ।