রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে গেছে শতাধিক দোকান।
একজন ফায়ারসার্ভিস কর্মী জানান যে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
রমজানের পণ্য মজুদ ছিল দোকানগুলোতে। ব্যাপক ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়েও তাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।