মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পবেলটাউনের ফেস্টিভাল ২৪ সেপ্টেম্বর । মতবিনিময় সভা অনুষ্ঠিত

  
    
প্রশান্তিকা ডেস্ক : আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার ক্যাম্পবেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে দিনব্যাপি মাল্টিকালচারাল ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজক মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পবেলটাউন। উৎসব উপলক্ষে গতকাল কমিউনিটি সাংবাদিক ও নেতাদের সাথে স্থানীয় একটি রেঁস্তোরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
.
সভায় সংগঠনের জেনারেল সেক্রেটারি সফিকুল আলম সফিক তাদের গৃহীত কর্মসূচীর সংক্ষিপ্ত বর্ননা করেন এবং উপস্থিত কমিউনিটি সদস্যদের মতামত বিনিময় করেন। তিনি দেশের ট্রেডিশনাল কাস্টোডিয়ান, তাদের সিনিয়রস, পূর্ব পুরুষ এবং বর্তমান প্রজন্মকে এ্যাকনলেজ করে তার কথা শুরু করেন। তিনি এ্যাবোরিজিনাল এবং টোরিজ স্ট্রেইট আইল্যান্ডারদের প্রতিও সম্মান প্রদশর্ন করেন।
জনাব সফিক তার ব্রিফিংএ বলেন যে ইউনেস্কো মাল্টিকালচারাল ফেস্টিভাল উদযাপনের নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র বিশ্বের বিভিন্ন দেশের সমৃদ্ধ সংস্কৃতির কথা জানাতেই নয় বরং বিভিন্ন দেশের মধ্যে সংস্কৃতি বিনিময় এবং পারষ্পরিক জানার এবং কাছাকাছি আনায়নের জন্য। ইউনেস্কো বিশ্বাস করে এর মধ্য দিয়েই বিশ্বে টেকসই শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করা সহজতর হবে।
মতবিনিময় সভায় কথা বলছেন সংগঠনের সাধারণ সম্পাদক সফিকুল আলম।
সফিক বলেন, “বিশ্বে সাধারণতঃ মাল্টিকালচারাল ফেস্টিভাল ২১ মে পালিত হয়। অস্ট্রেলিয়ায হারমোনি ডে হিসেবে ২১ মার্চ পালিত হয়। কোভিড-১৯ বিধিনিষেধের কারনে আমরা এই উৎসব এবছর ২৪ সেপ্টেম্বর পালন করছি।” তিনি বলেন, “বহুজাতিকতার বহু সুবিধা রয়েছে। অন্যতম প্রধান সুবিধা হচ্ছে বিভিন্ন জাতি ও  জনগোষ্ঠিকে উদার মানসিকতায় সংযুক্তিতে উৎসাহিতকরন এবং নেতিবাচক চরিত্রকে উবে ফেলতে সহায়তাকরন।”
সফিকের মতে যেভাবে বহুজাতিকতার ব্যাপ্তি সম্প্রসারিত করা যায়:
– বিভিন্ন কালচারাল ফেস্টিভাল উদযাপন করে;
– বহুজাতিক ফুড ফেয়ারের আয়োজন করে;
– ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ কালচারডে হোস্ট করতে পারে
– স্কুলগুলোতে মোটিভেশনাল স্পিকার (নানান কালচারাল ব্যাকগ্রাউন্ডের) ছাত্র/ছাত্রীদেরকে তাদের স্ব স্ব কালচারের ব্যাপারে উৎসাহিতকরনের মাধ্যমে ইত্যাদি।
জনাব সফিক অনুষ্ঠিতব্য ফেস্টিভাল দিবসের কিছু আগাম কর্মসূচীর ঘোষনা দিয়েছেন; কিন্তু যুক্তিসংগত সময়ের পূর্বে রান-শিটের বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানানঃ
– ২৪ সেপ্টেম্বর শনিবার ২০২২ সকাল ১০টায় কেম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামের গেট সাধারনের জন্য খোলা হবে;
– ৫ ডলারের এন্ট্রি ফি রয়েছে;
– ৬ বছরের নীচের শিশুদের ফ্রি-এন্ট্রি থাকবে;
– ভেন্যূতে বহুজাতিক ফুড ফেয়ার থাকবে;
– ক্লোদিং স্টল থাকবে;
– ফেইস পেইন্টিং থাকবে;
– লোকাল বিজনেজ/কর্পোরেট প্রমোশন স্টল থাকবে ইত্যাদি
কালচারাল প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হবেঃ
– বিকেল ০১ঃ০০ ঘটিকাঃ অস্ট্রেলিয়ান ন্যাশনাল এ্যান্থেম(আল-ফয়সাল স্কুল)
  – বিকেল ০১ঃ০৫ ঘটিকাঃ আংকেল আইভান দেশের ট্রেডিশনাল কাস্টোডিয়ানদের এ্যাকনলেজ করবেন;
– বিকেল ০১ঃ১০ ঘটিকাঃ কেম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রেসি প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করবেন;
– বিকেল ০১ঃ২০ ঘটিকাঃ মাল্টিকালচারাল থিমের ওপর কোরাশ গান (আল-ফয়সাল স্কুল);
– ১০ টি কালচারাল গ্রুপ এবং ব্যক্তি-শিল্পীদের ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টা অবধি চলোমান থাকছে;
– থাকছে শিশুদের আর্ট কম্পিটিশন;
– সন্ধ্যা ০৬ঃ০০ ঘটিকা থেকে ০৬ঃ৪৫ ঘটিকাঃ ফেডারেল এবং স্টেট মিনিস্টারস, শ্যাডো মিনিস্টারস, এমপিস ইনস্পাইরেশনাল স্পিসেস ডেলিভার করবেন।
.
জনাব সফিক জানান, দিবসটির উদযাপন স্মরণীয় করে রাখতে একটি স্মরণিকা প্রকাশিত হচ্ছে যেখানে স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে প্রমোশনের সুযোগ রয়েছে।
তিনি জানান, অনুষ্ঠানটির একটি বড় এবং বিশেষ অংশের উপস্থাপনায় থাকছে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহন করা নতুন প্রজন্মের শিশু/কিশোর পৃথিবী এবং আমরিন।
গুরুত্বপূর্ণ এই মতবিনিময় অনুষ্ঠানটিতে মূল্যবান মতামত রাখেন ব্রাইয়ান লাউল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, মোয়ানা গ্লেসি স্ট্রিকল্যান্ড, মনিরুল হক জর্জ, সাদাত হোসেন,  ওয়ারেন স্মল, প্রকাশ হুমাগাইন, সৈয়দ আক্রাম উল্লাহ, নোমান আল শামীম, কামাল পাশা, সুদ্বিপ, আসমা আলম কাশফি,  মাসুদ রানা, ইন্জিনিয়ার সাজ্জাদ সিদ্দিক, আবু বকর সিদ্দিক, হ্যারি আধিকারী, পূরবী পারমিতা বোস, মার্ভি খাজা, আফ্রিনা চৌধুরী, শাহানা চৌধুরী, আবদুস সোবহান, সেলিম কবির, রহমত উল্লাহ, মিলি ইসলাম, ডঃ রফিকুল ইসলাম, দেবেন্দ্র সাপকোটা, আবদুল্লাহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব সেলিমা বেগম, আবু তারিক, জনপ্রিয় সংগীত শিল্পী আতিক হেলাল এবং মিতা হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান এ্যাশ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments