প্রশান্তিকা ডেস্ক : গত ২৩ ফেব্রুয়ারি মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যান্বেলটাউন অস্ট্রেলিয়ার অন্যতম স্টেট নিউ সাউথ ওয়েলস্ গভর্নমেন্ট এর প্রিমিয়ার ডোমিনিক পেরেটেট এমপি এবং মিনিস্টার ফর মাল্টিকালচারালিজম এন্ড সিনিয়রস মার্ক কুরি এমপি’র আমন্ত্রণে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বার্ষিক হারমনি ডিনারে অংশগ্রহন করে।
সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে দশটা অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরন এবং ডিনার অনুসরন করে সিডনির এই বিখ্যাত আন্তর্জাতিক ভেন্যুতে দু’ সহাস্রাধিক কমিউনিটির বিশিষ্টজনদের অংশগ্রহনে এই বর্নাঢ্য অনুষ্ঠানটি শেষ হয়। ডোমিনিক পেরেটেট এমপি এবং মার্ক কুরি এমপি অংশগ্রহনকারীদের সকলের কাছে টেবিলে টেবিলে গিয়ে সৌজন্যতা প্রদর্শন করেন।
মাল্টিকালচারাল সোসাইটির টীমে জেনারেল সেক্রেটারী মোহাম্মাদ সফিকুল আলম সফিক, ফাউন্ডিং মেম্বার কাউন্সিলর মাসুদ চৌধুরী, কমিউনিটির সিনিয়র সদস্য কায়সার আহাম্মেদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মাদ মাসুদ রানা, অর্গানাইজিং সেক্রেটারী আশিকুর রহমান এ্যাশ, পাবলিকেশন সেক্রেটারী আউয়াল খান, এক্সিকিউটিভ মেম্বার কামাল পাশা, এক্সিকিউটিভ মেম্বার মিনা সেকান্দারি, আমন্ত্রিত মেম্বার ইন্জিঃ সাজ্জাদ সিদ্দিক, মোহাম্মাদ আবুবকর সিদ্দিক, নাবিল প্রমুখ অংশগ্রহন করেন।
সংবাদ বিজ্ঞপ্তি।
