মাশরাফি করোনা মুক্ত

  
    
মাশরাফি বিন মুর্তজা

প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনা মুক্ত হয়েছেন। গতকাল রাতে তাঁর ভেরিফাইড পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে মাশরাফি এই তথ্যটি জানান। গত ২০ জুন তাঁর দেহে করোনা শনাক্ত হয়। সেসময়ে তাঁর শ্বাশুড়ির প্রথম করোনা ধরা পড়ে। এর আগে মাশরাফির দুটি টেস্টেই ফলাফল পজেটিভ ছিলো। গতকাল তাঁর তৃতীয় টেস্টের ফলাফল নেগেটিভ হলেও তাঁর স্ত্রীর দেহে করোনা পজেটিভ এসেছে। তিনি ও তাঁর স্ত্রী বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করে আসছিলেন।

বাসা থেকেই চিকিৎসা নিয়েছেন মাশরাফি। তবে করোনা টেস্টের সময়ে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে।

মাশরাফি তাঁর স্ট্যাটাসে বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া ও প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।আল্লাহ সবার সহায় হোন।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments