মাশরাফি বাদ পড়লেন বিসিবি চুক্তি থেকে

  
    

প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে নতুন বছরের নিয়মিত খেলোয়াড় চুক্তি তালিকা থেকে বাদ পড়লেন মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের নামও থাকছে না বিসিবির নতুন চুক্তিতে। গতকাল রোববার বোর্ড মিটিং শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বোর্ড মিটিং চলাকালীন সময় মাশরাফি ফোন করে ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে তার নাম না রাখার কথা বলেন। মাশরাফি বলেন, আমি থাকলে আরেকজন তরুণ ক্রিকেটার দলে জায়গা পাবে না। মাশরাফি যেহেতু নিজে থেকেই চুক্তিতে থাকতে চাইছেন না, তাই সামনে বোর্ডের যে নতুন চুক্তি হবে সেখানে মাশরাফির নাম থাকবে না।’

জানা গেছে, চার লাখ টাকা বেতনসহ মাশরাফি ছিলেন এ-প্লাস ক্যাটাগরির ক্রিকেটার। একই ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদ উল্লাহ রিয়াদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments