ফারিনা মাহমুদ : মেলবোর্নবাসী শিল্পী, সাংবাদিক ও সংগঠক মিতা চৌধুরী এবার হাত দিয়েছেন বাংলার ঐতিহ্যবাহী নকশীকাঁথা নির্মাণে। মিতার নকশীকাঁথায় সবাই কথা বলে। তাইতো বাংলায় শিরোনাম করলে দাঁড়ায়- আয় তবে সহচরী।
Weaving Our Stories Together- আয় তবে সহচরী এই নামের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে মেলবোর্নের স্থানীয় জনপ্রশাসনের ফান্ডিং সহায়তায়। মিতা চৌধুরী প্রাক্তন চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। শিল্প মাধ্যম নিয়ে এখানে এসেও তিনি উচ্চতর ডিগ্রি নিচ্ছেন।
প্রশান্তিকার পক্ষ থেকে আমার নেয়া সাক্ষাৎকারে শিল্পী মিতা ছাড়াও কথা বলেছেন মেলবোর্নের নন্দিত বেশ কয়েকজন। দেখুন এবং শুনুন নিচের ভিডিওটি-