মিন্টোতে বিডি হাবের আয়োজনে চাঁদরাত মেলা কাল রোববার

  
    
প্রশান্তিকা ডেস্ক : আগামীকাল রোববার সিডনির দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাংলাদেশী অধ্যুসিত সাবার্ব মিন্টোতে অনুষ্ঠিত হচ্ছে ঈদের চাঁদ রাত মেলা। এই অঞ্চলে প্রথমবারের মতো বিশাল চাঁদরাতের এই আয়োজন করছে বিডি হাব।
আগামীকাল ১লা মে রোববার মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে এই মেলা। বিডি হাবের সাধারণ সম্পাদক আব্দুল খান রতন প্রশান্তিকাকে জানান, অসংখ্য পোষাকের স্টলসহ জুয়েলারী স্টল থাকছে। এছাড়া ইফতার ও খাবারের স্টল, মেহেদী ও ফেইস পেইন্টিংস এবং বাচ্চাদের টয় স্টলসহ নানা আয়োজন থাকছে। দিনের প্রধান আকর্ষণ হলো অনুষ্ঠানের মঞ্চ থেকে সন্ধ্যা থেকে চলবে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি সকলকে এই চাঁদরাতের মেলায় আমন্ত্রণ জানিয়েছেন। মেলায় প্রবেশের জন্য কোন প্রবেশ মূল্য লাগবেনা অর্থাৎ ফ্রি এন্ট্রি। মেলা বিষয়ক যে কোন প্রয়োজনে আব্দুল খান রতনকে 0402695572 এই নাম্বারে পাওয়া যাবে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments