প্রশান্তিকা ডেস্ক : আগামী ৩ ডিসেম্বর শনিবার বাংলাদেশী অধ্যুসিত মিন্টোতে অনুষ্ঠিত হচ্ছে মাল্টিকালচারাল ফুড ও মিউজিক ফেস্টিভাল। বহুজাতিক খাদ্য ও সঙ্গীতের এই উৎসবের আয়োজক আমরা ( AMRA- Australian Multicultural Relations Alliance ) বাংলাদেশী। ক্যাম্পবেলটাউন কাউন্সিলের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হবে মিন্টোর করোনেশন পার্কে।

আয়োজকদের পক্ষ থেকে কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ প্রশান্তিকাকে জানান, অস্ট্রেলিয়ার মূলধারার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বহুজাতিক সংস্কৃতি। তারমধ্যে বাংলাদেশের খাদ্য, সঙ্গীতসহ আরও সংস্কৃতির মিলনমেলাই হচ্ছে এই উৎসবের প্রধান লক্ষ্য। তিনি জানান, এই মেলাটি আগে ওয়ালী পার্কে অনুষ্ঠিত হতো। বিগত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশী এবং বহুজাতিক প্রবাসী ক্যাম্পবেলটাউন এলাকায় স্থানান্তরিত হয়েছেন। তাদের কথা বিবেচনা করেই এই এলাকার কেন্দ্রবিন্দু মিন্টোতেই মেলাটি উদযাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে কাউন্সিলর মাসুদ খলিল জানান। তিনি বলেন, ইতোমধ্যে অসংখ্য স্টল মালিকেরা অংশগ্রহণ করার জন্য নিবন্ধিত হয়েছেন। যারা এখনও আগ্রহ প্রকাশ করছেন তাদেরকে শীঘ্রই ০৪১১ ২৩৭ ৬৬৯ কিংবা ০৪৩০ ৪৭১ ৯০০ মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। উৎসবে হরেক রকম খাবার, পোষাকের স্টল ছাড়াও শিশুদের ফ্রি ফেস পেইন্টিং, রাইডসহ বিভিন্ন আয়োজন থাকবে। প্রবেশ মূল্য ফ্রি এবং পর্যাপ্ত গাড়ি পার্কিং রয়েছে।