প্রশান্তিকা ডেস্ক : সিডনি বাঙালি কমিউনিটি দীর্ঘদিন যাবৎ সিডনির দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত বাংলাদেশী অধ্যুসিত ক্যাম্পবেলটাউন এলাকায় ঈদ এক্সিবিশন করে আসছে। এবছর আরও ব্যাপক আকারে মিন্টো ইনডোর স্টেডিয়ামে অসংখ্য বুটিক হাউজের সমন্বয়ে মেলাটি অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল রোববারে।
.
সিডনি বাঙালি কমিউনিটির পক্ষ থেকে প্রশান্তিকাকে জানানো হয়, সম্পূর্ণ বাঙ্গালী বুটিক হাউজের সমন্বয়ে আগামী ৯ এপ্রিল, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই এক্সিবিশন চলবে।
প্রথম এক্সিবিশনটি হবে ৯ এপ্রিল (সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত) মিন্টু ইনডোর স্টেডিয়ামে।
দ্বিতীয় এক্সিবিশনটি ১৫ এপ্রিল (সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত) – গ্রেগ পার্সিভাল কমিউনিটি হল, ইঙ্গেলবার্ন এবং
তৃতীয় এক্সিবিশন হবে ১৬ এপ্রিল (সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত) – গ্রেগ পার্সিভাল কমিউনিটি হল, ইঙ্গেলবার্নে।
এই এক্সিবিশনগুলোতে আসছে সিডনির নামকরা বুটিক হাউজগুলো। বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের হাল ফ্যাশান ও ডিজাইনার স্পেশাল শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাজামা-পাঞ্জাবী, ফতুয়া, শাল, বাচ্চাদের পোষাক,জুতাসহ নানা ধরনের গয়না।
অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাঙ্গালীদের সহজেই উৎসবের কেনাকাটার সুযোগ করে দিতে প্রচুর পরিমানে হাল ফ্যাশনের দেশী ও উপমহাদেশীয় বস্ত্রাদি ও অলংকার সামগ্রী থাকবে এই এক্সিবশনের স্টল গুলোতে। দেশীয় পোষাক,রঙ, ডিজাইন ও ফ্যাশনের উপর গুরুত্ব তুলে ধরাই এই এক্সিবিশনের মূখ্য উদ্দেশ্য।
উৎসবের আনন্দ এবং নতুন জামা কাপড়, জুতা আর গয়নাগাটি কেনার জন্য এই প্রদর্শনী শুধু ক্যাম্বেলটাউন এলাকার বাঙ্গালীদেরকেই আকর্ষণ করে, সাথে সারা সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ক্রেতা সিডনি বাঙালি কমিউনিটির বাহারি ঈদ সামগ্রীর প্রদর্শনীতে।
ট্রেন স্টেশনের খুব কাছে ,অগণিত ফ্রী কার-পার্কিংয়ের সুবিধা, প্রদর্শনীটি শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোরে, বৃষ্টির কোন প্রতিকূলতা নেই । বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্য ও উৎসবে মুখরিত থাকুক বাঙ্গালীরা।