প্রশান্তিকা ডেস্ক: মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে। ডাকসু ভিপি নুরুল হক নূর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় তাদের আটক করা হয়।

ইত্তেফাক জানায়, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি জানান, সোমবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এই ঘটনায় দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি।
উল্লেখ্য, গত রবিবার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নূরের ওপর হামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কথিত নেতাকর্মীরা। একই সঙ্গে তার অনুসারীদেরও পেটানো হয়। ভাঙচুর করা হয় ডাকসু ভবন। দ্বিতীয় দফার হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা যায়।