প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছয় মাসের জন্য মুক্তি পাচ্ছেন। আজ মঙ্গলবার সরকার তাঁর সাজা স্থগিত রেখে ছয় মাসের জন্য মুক্তির সিদ্ধান্তে উপনীত হয়েছে। তার মুক্তির আদেশ স্বরাস্ট্র মন্ত্রনালয়ে পৌঁছুলেই যে কোন মুহূর্তে বেগম খালেদা জিয়া মুক্তি পেতে পারেন।
প্রথম আলো সূত্রে জানা গেছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার আবেদন করেন বেগম খালেদা জিয়ার ভাই-বোনসহ পরিবারের সদস্যরা। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী আনিসুল হক বলেন- ”মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে, আইনি প্রক্রিয়ায় এই দুই শর্তসাপেক্ষে তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেয়ার জন্য।” যেসব শর্ত সাপেক্ষে তাঁকে মুক্তি দেয়া হচ্ছে: ১/ তিনি বিদেশে যেতে পারবেন না। ২/ এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। ৩/ অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন তাঁকে মুক্তি দেবে তখন থেকে ছয় মাসের দণ্ডাদেশ স্থগিত কার্যকর হবে।