মুজিববর্ষ উপলক্ষ্যে সিডনিতে স্বাধীনতা কাপ উদ্বোধন

  
    

প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সার্বিক তত্বাবধায়নে গতকাল ১৫ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে ২৭টি ক্রিকেট টিম নিয়ে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ক্রিকেট মাঠে স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক ড: আবুল হাসনাত মিল্টন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম।

প্রবাসে বসবাসরত প্রায় ৫০০ তরুন ক্রিকেটারের অংশগ্রহনে এই ক্রিকেট টুর্নামেন্টটি সিডনির সর্বোবৃহত ও জনপ্রিয়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড: আবুল হাসনাত মিল্টন, আব্দুল্লাহ নোমান শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, সহভাপতি এডভোকেট নির্মল্য তালুকদার, আপ্যায়ন সম্পাদক জাকির হোসাইন, ক্যাম্বেলটাউন মাল্টিকালচারাল সোসাইটির সাধারন সম্পাদক শফিকুল আলম, অস্ট্রেলিয়া যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন, আলী আশরাফ হিমেল, চমন রহমান, বীর খান, শাহনেওয়াজ আলো ও অন্যান্যরা। স্বাধীনতা কাপ’২০২০ ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন তত্ববধায়নে রয়েছেন অনিক জুহায়ের, রবি, শিশির ও রাফি।
সংবাদ বিজ্ঞপ্তি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments