মুহাম্মদ হারবি’র ছায়া বিষয়ক কয়েকটি কবিতা । মোশতাক আহমদ

  
    

মুহাম্মদ হারবি (১৯৬১) একজন মিশরীয় কবি ও কায়রো শহরের আল-আরহাম পত্রিকার সাহিত্য সংস্কৃতি পাতার সম্পাদক। জন্মেছিলেন নীল নদের অববাহিকার এক গ্রামে। তাঁর প্রথম কবিতার বই একটু দেরি করেই প্রকাশিত হয়। বইগুলো হচ্ছে ‘ বাই দ স্যান্ড এজ ইট সিডিউসেস’, ‘ সেভেন্টীন্থ ইয়ারস টু ক্যাচ দা ক্লাউড’ ও ‘ আপ অন এ শ্যাডো আই ট্রড’।
কবি তাঁর ছায়া বিষয়ক কয়েকটি কবিতা উৎসর্গ করেছেন হিশাম হারবিকে – ‘ যে আমাকে বলেছিল, ‘ ছায়ায় দাঁড়িও না’। কিন্তু আমি তাঁর কথা শুনিনি।‘

শিরোক্তি
আমার চঞ্চলমতি ছায়াটি
ঝাঁপ দিল
কিন্তু আমি রয়ে গেলাম
রক্ষা পেলাম জল ও আমি

শৈশব
শৈশবে আমি অস্বীকার করেছিলাম
নদী হতে
তাই দিন শেষে
নিত্যদিনের জলপ্রপাতের
লোনা জল গিলতে বাধ্য নই

পরিচয়
আমি একটা বারান্দা হয়ে গেলাম
একটি রাস্তা, কাছের সমুদ্র
রাস্তা হারিয়ে –
জানালা আর ছায়াগুলোর মধ্যে
অনেকগুলো আমি
একঘরে নির্বাসিত প্রতিকৃতি
জলে আমার ছায়া
বারবার ফিরে আসছে

ফিরে আসা
আমার সবগুলো অঙ্গ দান করে দিলাম
নগর চত্বরের সর্বহারাদের মাঝে
রাস্তার কুকুর
আর পাতা ঝরে যাওয়া গাছগুলোর মাঝে
ফিরে এলাম এইভাবে, নিষ্ফলা

প্রতিধ্বনি
ছায়া হয়ে গেলাম অবশেষে
যেমনটা ধুলিময় পাঠাগারের পবিত্র গ্রন্থগুলো
আমাকে ভবিষ্যৎবাণী করেছিল
বরং আমি ঈশ্বরের কণ্ঠের প্রতিধ্বনি হই, সেখানেই শ্বাস নিই
ঈশ্বর তো আর ছায়া থেকে শ্বাস নেন না
পথিকের অন্তরের পবিত্র গ্রন্থগুলো আমাকে বলেছে
আকাশ থেকে আমার অস্তিত্বটুকু নিঃসৃত হবেই
নাহলে কোন জাহাজ দূর সমুদ্রে ভেসে যাচ্ছে
আমার শরীর হয়ে?

মোশতাক আহমদ
: কবি, গদ্যকার ও সমালোচক।
বাংলাদেশ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments