মেলবোর্নে অজি বাংলা সিস্টারহুডের মিলনমেলা অনুষ্ঠিত

  
    
.

প্রশান্তিকা ডেস্ক : গত ২০শে আগষ্ট মেলবোর্নের উইলিয়ামস টাউন টাউনহলে আয়োজন করা হয়েছিলো অস্ট্রেলিয়ার বাংলাদেশী মেয়েদের সবচেয়ে বড় মিলনমেলার। প্রায় ৩০০ নারী অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে এসে যুক্ত হয়েছিলো এই আয়োজনে। তিনদিকে সাজিয়ে রাখা মঞ্চে ছবি তোলার জন্য সাজসজ্জা করা হয়েছিলো কিছুটা পরীর রাজ্যের মতো করে।

.

মিলনমেলায় প্রত্যেক অতিথির জন্য ছিলো আগমনী উপহার। মধ্যাহ্নভোজের পর পরই শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি চমৎকার এক মায়ায় আটকে ফেলে সব অতিথিদের। নাচ, গান, মজার খেলা দিয়ে সন্ধ্যা পর্যন্ত চলা সব আয়োজনের প্রতিটা মুহূর্তই ছিল উপভোগ্য। কিছুক্ষণ পর পরই করতালিতে মুখর হয়ে উঠছিলো টাউনহল।

.

গানের মধ্যে ছিলো বিভিন্ন যুগের কিছু জনপ্রিয় গান। নাচআর খেলার আয়োজন করা হয়েছিলো বাংলা সিনেমার ছায়ায়। সেই সাথে ছিলো সব নারী উদ্যোক্তাদের চমৎকার ওঅভিনব উপস্থাপনা ও সম্মাননা প্রদান। এই বর্নাঢ্য আয়োজনটি সুশৃঙ্খল ভাবে পরিচালনার পিছনে ছিলেন অসি বাংলা সিস্টারহুড গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন জান্নাত। এই সফলতার পেছনে তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান তাঁর জীবনসঙ্গী আনিসুল ইসলামকে যার সার্বিক সহযোগিতার কারনে এবং নিরলস সাহায্যে জান্নাতঅনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করে টাইটেল স্পন্সর অলব্রাইটইন্সটিটিউট সহ অন্যান্য সব স্পন্সরদের। প্রবাসে বসবাসকারী নারীদের ঘরে বাইরে অনেক ভূমিকা রাখতে হয়,এই ব্যস্ত জীবনে মেয়েরা যেন নিজের জন্য একটাদিন বের করে নেয়,যেদিন নিজের মতো করে শুধু নিজের জন্য আনন্দ করবেন তারাপ্রাণ খুলে হাসবে, আনন্দে মেতে উঠবে, এমনি একটি দিন উপহার দেয়ার প্রয়াসই অসি বাংলাসিস্টারহুড এর এই আয়োজনের পেছনের মূলমন্ত্র। কোভিড আর লকডাউনের জন্য দীর্ঘদিন বিরতির পর এই প্রথমবারের এতো বড় একটা আয়োজন করা হয়েছিলো অস্ট্রেলিয়ায় বাংলাদেশী নারীদের নিয়ে। শীঘ্রই সিডনি সহ অন্যান্য সব বড় শহরেও এই মিলনমেলার আয়োজন করার পরিকল্পনা ব্যক্ত করেছে জান্নাত।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments