মেলবোর্নে বাংলাদেশী চিত্রশিল্প প্রদর্শনী। উদ্বোধন আগামীকাল

  
    
মেলবোর্ন প্রতিনিধি : অস্ট্রেলিয়ার মেলবোর্ন অভিবাসী শিল্পানুরাগী বাঙালি দম্পতি আতিক ও নিরুপমা রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশী চিত্রশিল্পীদের কাজ সংগ্রহ করে আসছেন। এর পেছনে একদিকে যেমন রয়েছে ফেলে আসা জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে রয়েছে নতুন আবাসভূমিতে এক টুকরো বাংলাদেশকে গড়ে নেবার, নিরন্তর খুঁজে বেড়াবার আন্তরিক প্রয়াস। ফেলে আসা স্বদেশকে মনে প্রাণে ধারণ করে নতুন বাসভূমিকে অন্য স্বদেশ হিসেবে প্রতিষ্ঠা দেবার এই চলমান যাত্রাতে বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবি সঙ্গী হয়েছে তাঁদের, থেকেছে পাথেয় হয়ে, শেকড়ের টান হয়ে। শিল্প, সাহিত্য, সঙ্গীত – এই সবের মধ্য দিয়েই এই অভিবাসী দম্পতি বিগত একুশ বছর ধরে তাঁদের কর্মভূমি তথা নতুন আবাসভূমির যাপিত জীবনে অনবরত জন্মভূমি বাংলাদেশকে উদযাপন করে চলেছেন। এভাবেই তাঁরা গড়ে নিয়েছেন তাঁদের অনন্যমাত্রিক আত্মপরিচয়ের সংজ্ঞা বাংলাদেশী অস্ট্রেলিয়ান হিসেবে। রঙতুলির আঁচড়ে কিংবা পেন্সিলের রেখায় শিল্পীর আঁকা ছবি তো কেবল তাঁর শিল্পিত মনের সপ্রাণ প্রকাশ ঘটায় না, তা হয়ে ওঠে এক জনপদের যাপিত জীবনের প্রতিচ্ছবি, সেই ভূখণ্ডের মানুষের আবেগ অনুভূতির চিত্রিত রূপ। এই ভাবনা থেকেই আতিক আর নিরুপমা বাংলাদেশী চিত্রশিল্পীদের কাজের মধ্য দিয়ে বৃহত্তর বহুমাত্রিক অস্ট্রেলিয়ান সমাজের সামনে বাংলাদেশকে তুলে ধরতে চাইছেন, চাইছেন এর মাটি – মানুষ – ইতিহাস আর সংস্কৃতিকে তুলে ধরতে।  পরম যতনে জমিয়ে তোলা, আগলে রাখা তাঁদের শিল্পিত ধন, অনন্য পাথেয় ভাগ করে নিতে চেয়েছেন সকলের সঙ্গে।
.
আতিক ও নিরুপমা দম্পতির এমন ইচ্ছে থেকেই প্রাণিত হয়ে মেলবোর্নের Deakin University, এই শিল্পানুরাগী দম্পতির ব্যক্তিগত সংগ্রহ থেকে বাংলাদেশের প্রথিতযশা ২১ জন শিল্পীর ৩১টি শিল্পকর্ম নিয়ে ৫ সপ্তাহব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করতে চলেছে। ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের এই প্রদর্শনীটি আগামী ২৬ অগাস্ট, শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রবেশমূল্যবিহীন এই প্রদর্শনী প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ‘বাংলাদেশের হৃদয় হতে’ চিত্র প্রদর্শনী নিছক কোন ছবির প্রদর্শনী নয়, এ যেন বাংলাদেশের ভৌগলিক ভূখণ্ড থেকে সহস্র যোজন দূরে এক টুকরো বাংলাদেশ। শিল্পীদের তুলির টানে মূর্ত  হয়ে উঠবে বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতি, এর মাটিতে জন্ম নেওয়া সাধারণ মানুষের যাপিত জীবন ও তার একান্ত অনুভূতির গল্প, গৌরবময় ইতিহাস ও সংগ্রামগাথা। শিল্পীর আঁকা ছবিতে ফুটে ওঠা গল্পে বঙ্গোপসাগরের ব-দ্বীপ বাংলাদেশের হৃদয়ের ধ্বনি স্পন্দিত হবে এবার প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়াতে।  বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এ প্রদর্শনী নিয়ে আসুক সৃষ্টিসুখের উল্লাসময় প্রাণস্পর্শী মৈত্রীর বারতা, এমনটাই কামনা আতিক -নিরুপমা দম্পতির।
আতিক রহমান ও নিরুপমা রহমান।
উল্লেখ্য, আতিক ও নীরা দম্পতির সংগ্রহে যাদের ছবিগুলো প্রদর্শিত হচ্ছে সেই শিল্পীরা হলেন – আব্দুল মান্নান, আব্দুস শাকুর শাহ, অলকেশ ঘোষ, বীরেণ সোম, ফরিদা জামান, ফেরদৌসি প্রিয়ভাষিনী, জামাল আহমেদ, কনক চাপা চাকমা, কারু তিতাস, কাজী শহীদ, মুহম্মাদ ইকবাল, মনিরুল ইসলাম মনির, মনসুর উল করিম, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, রনজিৎ দাস, রোকেয়া সুলতানা, সমর মজুমদার, শাহাবুদ্দিন আহমেদ, হোসেন শেখ আফজাল এবং সমরজিৎ রায় চৌধুরী।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments