মেলবোর্নে পিঠা উৎসব ও মেজবান অনুষ্ঠিত

  
    

প্রশান্তিকা ডেস্ক : গত ১১ ই ডিসেম্বর মেলবোর্নের ওয়ারাবী স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো U M A ( ইউ এম এ) টিভি আয়োজিত পিঠা উৎসব ও মেজবান। প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও উৎসবগুলোর চর্চা অব্যাহত রাখতে এবং পরবর্তী প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যেই ওই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নকশি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, তেলের পিঠা, মুগ পাকন পিঠা ও খেজুরের গুড়ের পায়েস এর পাশাপাশি ছিলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান মাংস, সবজি, মুরগি ও পোলাও। এই উৎসবে আরো ছিলো দেশি পণ্যের বাহারি স্টল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল থেকে বিভিন্ন ধাপে আগত প্রায় ৩০০ অতিথি এই চমৎকার আয়োজনটি উপভোগ করেন।

আয়োজকদের মধ্যে ছিলেন পলাশ, রিপন, মেহেদী, ইসলাম প্রমুখ।
প্রায় তিনশত জনের মেজবানি রান্নার দায়িত্বে ছিলেন জহিরুম ইসলাম, ক্যামেরায় রুম্মান আহমেদ, ভিডিওগ্রাফিতে রিমন চক্রবর্তী
মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার উপস্থাপনায় ছিলেন ফারিনা মাহমুদ, সাউন্ড সিস্টেমের পরিচালনায় কামরুল হাসান মিল্কি। পুরো অনুষ্ঠানটি ফেইসবুক লাইভ করেন মিজান রহমান।


প্রথম ৫০ জন রেজিস্ট্রেশন কারীদের মাঝে শাড়ি উপহার হিসাবে দেয়া হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments