মেলবোর্নে ভিবিসিএফ’র উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

  
    

প্রশান্তিকা ডেস্ক : ভিকটোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন ( ভিবিসিএফ ) এর উদ্যোগে বিশাল সমারোহে অস্ট্রেলিয়ার ভিকটোরিয়া রাজ্যে মেলবোর্নে গত ১৯ শে ডিসেম্বর উদযাপিত হলো বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত বিজয় দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার সুফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেলবোর্ন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম (বীর প্রতীক), কাজী সেলিম, কামরুল চৌধুরী, ডঃ শাহাদাত খান, ডঃ কামরুল আলম, মাজহারুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন উইন্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি মেয়র জেসমিন হিল।

অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল মুক্তিযোদ্ধাদের অসাধারণ বক্তব্য সহ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ভিবিসিএফ এর প্রেসিডেন্ট জনাব ইউসুফ আলীর চমকপ্রদ বক্তব্যে সমৃদ্ধ। তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বিদেশের মাটিতে বাংলাদেশকে অধিকতর গৌরবের সাথে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেন, VBCF এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। তিনি জানান তাঁর নেতৃত্বে স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে তিনি প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভিবিসিএফ এর প্রধান অঙ্গসংগঠন ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল (WRBS) এর ক্ষুদে বাচ্চাদের অংশগ্রহণে চমৎকার একটি শোভাযাত্রা দেখা যায় এ পর্বে যেখানে বাংলাদেশকে গর্বের সাথে তুলে ধরা হয়। ভিবিসিএফ এর এক্স প্রেসিডেন্ট নুসরাত ইসলাম পরিচালনা করেছিলেন বাচ্চাদের এই পরিবেশনাটি। অনুষ্ঠানের এ পর্বের সঞ্চালনায় ছিলেন মো সাদিক ইফতি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের শিশু-কিশোরদের কণ্ঠে দেশের গান শুনে মুক্তিযোদ্ধারা দারুণভাবে প্রাণিত হয়েছেন বলে জানা যায়। এখানে জন্মে এবং বেড়ে উঠেও WRBS এর বাচ্চারা যে সুন্দর করে দেশাত্ববোধক গানের সাথে মঞ্চ মাতিয়ে নৃত্য পরিবেশন করেছে তার পিছনের কারিগর ছিলেন এখানকার নৃত্যশিক্ষক অনন্যা চক্রবর্তী। শহরের আরো অনেক নামী এবং গুণী শিল্পীরাও পরিবেশন করেন ‘চরমপত্র’ সহ বিভিন্ন নৃত্য-গীতের পরিবেশনা। অনুষ্ঠানের এ অংশের সঞ্চালনা করেন ফারিনা এবং শাওন। বিজয় দিবসের এই অনুষ্ঠানের ফ্যাসিলিটেটর ছিলেন ভিবিসিএফ এর ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি পিনাকী ঘোষ। সংগঠনের জেনারেল সেক্রেটারি জনাব জাহিদ মজুমদার এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের সাথে কথা বলে জানা যায় তাঁরা অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এমন অনুষ্ঠান প্রবাসের মাটিতে নিয়মিত অনুষ্ঠিত হোক- এ ইচ্ছেও অনেকের কথায় ব্যক্ত হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments