মেলবোর্নে শামা রহমান ও সৌম্যজিৎ-সৌরেন্দ্র সঙ্গীতসন্ধ্যা ৭ মার্চ

  
    

প্রশান্তিকা ডেস্ক: আসছে ৭ মার্চ শনিবার মেলবোর্নে সঙ্গীতসন্ধ্যায় গান গাইবেন বাংলাদেশের গুণী শিল্পী শামা রহমান এবং ওপার বাংলার দুই তরুন প্রতিভাবান শিল্পী সৌম্যজিৎ ও সৌরেন্দ্র।

শামা রহমান

সঙ্গীত প্রিয় অনেকের কাছেই শামা রহমান একটি চেনা নাম। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনেন এমন কারো কাছে তো অবশ্যই।
বর্তমান সময়ে ওপার বাংলার দুই তরুণ সৌম্যজিৎ-সৌরেন্দ্র বলতে হয় শুধু রবীন্দ্র ভক্তই না, ইউটিউবের বদৌলতে অনেকেই দেখেছেন তাঁদের ডুয়েট পরিবেশনায় অন্য কিছু ভিডিও। তারা জায়গা করে নিয়েছেন অনেকের মনে ভিন্নতা এবং স্বকীয়তায়।

সৌম্যজিৎ ও সৌরেন্দ্র

শামা এবং সৌম্যজিৎ-সৌরেন্দ্র থাকছেন তাঁদের লাইভ শো নিয়ে এক মঞ্চে মেলবোর্ন, ভিক্টোরিয়া। সঙ্গীত প্রেমীদের ভরিয়ে দেবেন নিশ্চয়ই সেই আশা করা যায়। অনুষ্ঠানটির আয়োজক সম্প্রীতি মেলবোর্ন। অনুষ্ঠানে আসতে আগ্রহীরা আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments