প্রশান্তিকা ডেস্ক : মেলবোর্নের নামকরা ফ্যাশন হাউজ শেরিজের দশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ থেকে আসছেন প্রখ্যাত মাইলস ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। অনুষ্ঠানে আরও থাকবেন স্থানীয় সংগীত শিল্পী ও নৃত্য শিল্পীরা।

শেরিজের পক্ষ থেকে প্রশান্তিকাকে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর শনিবার হপারস ক্রসিংয়ের ড্রিমবিল্ডার্স চার্চে দুপুর ১২ টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের মূল আকর্ষন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত মাইলস ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। এছাড়া থাকছে একঝাঁক স্থানীয় শিল্পীদের পরিবেশনা। ফিউশন ড্যান্স, ফ্যাশন শো, গেমস সহ বিভিন্ন কর্মসূচিও থাকবে। আগ্রহী দর্শকদের SheRiz.Au ভিজিট করে নাম রেজিস্ট্রার করে ৫ সেপ্টেম্বরের মধ্যে RSVP করতে বলা হয়েছে।