মেসির ষষ্ঠ বার ব্যালন ডি’অর পুরস্কার লাভ

  
    

প্রশান্তিকা ডেস্ক: ফুটবলে সম্মানজনক ব্যালন ডি’অর ২০১৯ জিতলেন বার্সেলোনা অধিনায়ক ফুটবলের কিংবদন্তী লিওনেল মেসি। প্রতিযোগিতায় ছিলেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিভারপুল তারকা ভার্জিল ভ্যান ডাইক। সবাইকে পিঁছে ফেলে আর্জেন্টিনার সোনার ছেলে ষষ্ঠ বারের মতো অর্জন করলেন ব্যালন ডি’অর। গতকাল সোমবার ফ্রান্সে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হয় ‘ফ্রান্স ফুটবল’র এই পুরস্কার।

বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি

ফুটবলের দুই কিংবদন্তী রোনালদো ও মেসির এর আগ পর্যন্ত সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিলো। এবারের পুরস্কার পেয়ে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি।
উল্লেখ্য, গত মৌসুমে স্প্যানিশ লীগে সর্বোচ্চ ৩৬ গোল করে মেসি জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। তিনি চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২ গোল। এছাড়া ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচ খেলে ৫৪ গোল করেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments