রাজিতের সুরে ডুয়েট গান কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনের

  
    
প্রশান্তিকা ডেস্ক :  ঈদের দিন বিকালে রিলিজ হলো বাংলাদেশ শুধু নয় উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও তানিম হায়াত খান রাজিতের ডুয়েট গান ‘তুমি ছুঁয়ে দিলে’। রাজিত গানটির সুরও দিয়েছেন। গানটি লিখেছেন কবি সুপ্রিয়া বিশ্বাস।

বাংলাদেশের কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন গানের জগতে এক অনন্য প্রতিভার নাম। শ্রদ্ধেয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের পাঁচ বোনের মধ্যে চারবোনই গানের জগতের উজ্জ্বল নক্ষত্র। বড়বোন ফরিদা ইয়াসমিন, মেজোবোন  ফওজিয়া ইয়াসমিন, সেজোবোন ড. নাজমা ইয়াসমিন, চতুর্থ বোন নিলুফার ইয়াসমিন এবং সবার ছোট কিংবদন্তি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আর রাজিত হলেন শ্রদ্ধেয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেজোবোন ফওজিয়া ইয়াসমিনের সন্তান। ষাটের দশকের জনপ্রিয় শিল্পী ফওজিয়া ইয়াসমিন এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সংগীত গবেষক মোবারক হোসেন খান সাহেবের সুযোগ্য পুত্র তানিম হায়াত খান রাজিত একজন সুরকার, সংগীত শিল্পী ও গুনী সরোদ শিল্পী।

দারুণ রোমান্টিক এই মেলোডি গানটির ভিডিও ডিরেকশনে রয়েছেন সাফিকা নাসরিন মিমি।  সংগীতায়োজন করেছেন সজীব দাস। চিত্রগ্রহণ-এডিট খোকন কর্মকার এবং কাস্ট-মারিয়া অনন্যা, দেব দীপ।

কবি সুপ্রিয়া বিশ্বাসের কবিতা ,গান ,গল্প সব সময় পাঠক ও শ্রোতার হৃদয়ে গেঁথে যায়। তাঁর লেখা এই গানটিও শ্রোতাপ্রিয়তা পাবে আশা করছেন সুপ্রিয়া। সুপ্রিয়া বিশ্বাস রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কন্যা। বর্তমানে তিনি রাজবাড়ি জেলার কালুখালী উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।

অন্য রকম ভালোবাসা ও ভালোলাগার শিহরণ নিয়ে গানটি  দারুণ ভাবে শ্রোতাদের মনে জায়গা করে নেবে এমনটি আশা করছেন গানটির সুরকার ও গানটিতে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের সহশিল্পী রাজিত।

গানটির ইউটিউব লিংক:

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments