সাপের খিলানে মুখ, কে ডাক দেয়?
কোন মোড় থিকা
বুকের তোরঙ্গের ভেতর, কে কখন বেসুমার নাড়ে স্মৃতির রুমাল, কে রাখে সে খবর!
বুকসমান ঢেউ নিয়া যে নদী ভাঙ্গে পাড়, পাড়ে পাড়ে জমে গল্প, ঘরবসতির ছোপ ছোপ সুখ;
লহমায় কে মারে কোপ সেই ফসলি জমিতে!
বৃক্ষ কি জানে
সবুজ বল্কলে যে উইপোকার ঢিপ, ইক্ষুর বাগানে পলকে পলকে মৌমাছির হুল, পাতায় পাতায় এমন মন্দাক্রান্ত নাচন;
আচমকা এক টান- তারে দিতে পারে শক্ত বসন, আটচালা ঘর, উলানে মুখ নিয়া মায়াচোখ লাল গাভী!
তারে তো বলা নাই
লাল নকশি রুমালে বাজে যে গল্প, মোটাকাজল চোখ ছুরির মত ফালি ফালি কাটে ঘরছাড়া মেঘ, যার পরতে পরতে সাতনড়ি রূপার হার-
আমি তার জন্য গড়ছি এক মায়ার নাও
যদি চায় তারে নিয়া ভাসান দিমু পাষাণ গাঙ্গে
সাধ্য কার এমন বাজখাঁই ছোবল থিকা তারে নিয়া ফের উড়াল দেয় আর কোন চিলপাখি!
পশ্চিম মালিবাগ, ঢাকা
১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২০।
অলংকরণ: হৃদয় চৌধুরী।