রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন পেলেন অন্যদিন হুমায়ূন আহমেদ পুরস্কার

  
    
কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন

প্রশান্তিকা ডেস্ক: প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবছরের অন্যদিন হুমায়ূন আহমেদ পুরস্কারে ভূষিত হচ্ছেন। বাংলাদেশের একটি সম্মানজনক ও বিশেষ পুরস্কার হলো অন্যদিন হুমায়ূন আহমেদ পুরস্কার। তাদের সাথে যুক্ত রয়েছে এক্সিম ব্যাংক।

আজ এক সংবাদ সম্মেলনে বলা হয়, “এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯’ সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কার পেলেন খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। নবীন সাহিত্যশ্রেণিতে পুরস্কার পেলেন সাদাত হোসাইন তাঁর ‘নিঃসঙ্গ নক্ষত্র’ উপন্যাসের জন্য।”

আজ বিকেলে ঢাকায় জাতীয় যাদুঘরের সিনেপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুরিবোর্ডের সদস্য কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন অধ্যাপক সৈয়দ মুঞ্জুরুল ইসলাম

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঔপন্যাসিক সাদাত হোসাইন বলেন, “টেলিভিশন স্ক্রলে ভেসে ওঠা সংবাদ দেখছি, আর কেঁপে যাচ্ছি অভূতপূর্ব আনন্দে ! এই মুহূর্তে নিজের অনুভূতি বোঝানোর সাধ্য নেই আমার! ভালোবাসা প্রিয় পাঠক, ভালোবাসা। সম্মানিত বিচারকমণ্ডলী ও এই পুরস্কারের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments