
প্রশান্তিকা ডেস্ক: প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবছরের অন্যদিন হুমায়ূন আহমেদ পুরস্কারে ভূষিত হচ্ছেন। বাংলাদেশের একটি সম্মানজনক ও বিশেষ পুরস্কার হলো অন্যদিন হুমায়ূন আহমেদ পুরস্কার। তাদের সাথে যুক্ত রয়েছে এক্সিম ব্যাংক।
আজ এক সংবাদ সম্মেলনে বলা হয়, “এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯’ সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কার পেলেন খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। নবীন সাহিত্যশ্রেণিতে পুরস্কার পেলেন সাদাত হোসাইন তাঁর ‘নিঃসঙ্গ নক্ষত্র’ উপন্যাসের জন্য।”
আজ বিকেলে ঢাকায় জাতীয় যাদুঘরের সিনেপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুরিবোর্ডের সদস্য কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঔপন্যাসিক সাদাত হোসাইন বলেন, “টেলিভিশন স্ক্রলে ভেসে ওঠা সংবাদ দেখছি, আর কেঁপে যাচ্ছি অভূতপূর্ব আনন্দে ! এই মুহূর্তে নিজের অনুভূতি বোঝানোর সাধ্য নেই আমার! ভালোবাসা প্রিয় পাঠক, ভালোবাসা। সম্মানিত বিচারকমণ্ডলী ও এই পুরস্কারের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা।”