প্রশান্তিকা ডেস্ক:
গাড়ির নামঃ রিবনের ছড়ার গাড়ি
রেজিস্ট্রেশন নাম্বারঃ রিবন রায়হান
শো-রুমের নামঃ বাবুই প্রকাশনী
প্রকাশকঃ বাবুই
প্রথম প্রকাশঃ অমর একুশে গ্রন্থমেলা ২০২১
প্রচ্ছদঃ জাকির হোসেন
শো-রুমের ঠিকানাঃ অমর একুশে গ্রন্থমেলা ২০২১, স্টল নং ৬০১-৬০২ (শিশু চত্বর)।

শিশুসাহিত্যিক ও ছড়াকার রিবনের ছড়ার গাড়ি পাওয়া যাবে এবারের একুশের বইমেলাতে। এখন থেকে ছড়ার গাড়িটি বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্যান্য দেশেও পাওয়া যাবে। রিবনের ছড়ার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগবে না। তাই ছোট বড় যে কেউ এই গাড়ি চালাতে পারবেন। ছড়ার গাড়ির জন্যে কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। কখনও সার্ভিসিং করতে হবে না। ইন্সুরেন্সেরও প্রয়োজন নেই। এই গাড়ি চালালে ট্রাফিক আইন অমান্য করার ঝুঁকি নেই। রিবন রায়হানের ছড়ার গাড়ি পাওয়া যাচ্ছে এবারের একুশের বইমেলাতে বাবুই প্রকাশনীর স্টলে। স্টল নং ৬০১-৬০২ (শিশু চত্বর)। অনলাইনে গাড়িটি পাওয়া যাবে রকমারি ডটকমে। সম্পূর্ণ চার রঙে, ৩০০ গ্রাম আর্ট পেপারে ছাপা ব্যতিত্রমধর্মী এই ছড়ার বইটির মুল্য ২০০ টাকা (বিদেশে ১০ ডলার)। সবশেষে রিবনের ছড়ার গাড়ি/ পৌঁছে যাক সবার বাড়ি, এই কামনা।
উল্লেখ্য, গত ২৪ মার্চে ঢাকা বইমেলায় বাবুই- শিশুচত্বরে রিবন রায়হান এর
ছড়ার বই “রিবনের ছড়ার গাড়ি”র মোড়ক
উন্মোচিত হয়।