রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সহজ জয়

  
    

বিশ্বকাপের ১৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক দেশ ইংল্যান্ড। উইন্ডিজের দেয়া ২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

দ্য রোজ বোলে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২১৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ওপেনার জো রুট ৯৪ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন।

টস হেরে চরম ব্যাটিং বিপর্যয়ে সবকটি উইকেট হারিয়ে ৪৩.৪ ওভারে ২১১ রান সংগ্রহ করে উইন্ডিজ। মাত্র ৫৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪ রানেই এভিন লুইস আউট হয়ে যান। এর পর এক এক করে ক্রিস গেইল ও শাই হোপ ও আউট হয়ে যান। ৩২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন আর্চার ও উড। জো রুট নেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নেন ওকস ও প্লাঙ্কেট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments