আটে নেমে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারলেন না জাদেজা। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ম্যাট হেনরির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তিনি ৭ বল খেলে ১ রান করেন। লোকেশ রাহুল ১ রান করে ম্যাট হেনরির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দেন। ট্রেন্ট বোল্টের বলে ১ রান করে এলবিডব্লিওর শিকার হন বিরাট কোহলি। কার্তিকও সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৬ রানের মাথায়। ম্যাট হেনরির বলে জেমস নিশামের হাতে ক্যাচ দেন তিনি। রিশাভ পান্ত ৫৬ বলে ৩২ রান করে আউট হন।হার্ডিক পান্ডিয়াও সাজঘরে যাওয়ার আগে করেন ৩২ রান।
ছয় উইকেট হারানো পর লড়তে থাকেন ধোনি এবং জাদেজা। ট্রেন্টের বলে ৭৭ রান করে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন জাদেজা। অপরাজিত থাকেন বুমরাহ।
শেষ দল হিসেবে সেমি-ফাইনালে উঠেও নিউ জিল্যান্ড হারিয়ে দিল প্রাথমিক পর্বে অপ্রতিরোধ্য মনে হওয়া ভারতকে।
সংক্ষিপ্ত স্কোর: