লাইফ সাপোর্টে সুবীর নন্দী

  
    

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ এ লাইভ সাপোর্টে রয়েছেন। রবিবার রাত ১১টার দিকে তাকে সিএমএইচ ভর্তি হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর কন্যা ফাল্গুনী নন্দী।

তিনি বলেন, “বাবা বর্তমানে একটু ভালো আছেন। দুশ্চিন্তার কিছু নেই।” তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

সুবীর নন্দী তার পরিবারের সঙ্গে রবিবার  ট্রেনযোগে সিলেট থেকে ফিরছিলেন । উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। দ্রুত তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। সেখানে হার্ট অ্যাটাক হলে রাত ১১টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানান, “দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ঢাকার ল্যাব এইডে নিয়মিতই ডায়ালাইসিস করান। কিন্তু উত্তরা থেকে ল্যাবএইড যেতে অনেক সময় লাগে। তাই আমিই দায়িত্ব নিয়ে সিএমএইচে উনাকে ভর্তি করিয়েছি। একজন বরেণ্য মানুষ, তার সুস্থতা আগে জরুরি ছিল।”

সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এই বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার  একুশে পদকে ভূষিত করেছে সুবীর নন্দীকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments