প্রশান্তিকা রিপোর্ট: সিডনির বাংলাদেশী অধ্যুসিত সাবার্ব লাকেম্বার প্রাণকেন্দ্রে অবস্থিত রিয়েল এস্টেট ন্যাশন ওয়াইড রিয়েল্টি গ্রুপ। চলমান হাউজিং মার্কেট প্রতিযোগিতায় রিয়েল এস্টেটটি অত্যন্ত সফলতার সাথে এগিয়ে চলেছে।
প্রশান্তিকার সাথে আলাপ কালে রিয়েল এস্টেটটির ডাইরেক্টার এবং প্রিন্সিপাল কাজী ইসলাম বলেন, এখানে প্রপার্টি সেলস বা কেনাবেচায় ক্লায়েন্টদের চাহিদার গুরুত্ব দেয়া হয়। এছাড়া প্রপার্টি ম্যানেজমেন্টে সর্বনিম্ন ২.৯৯% (প্লাস জিএসটি) ফি রাখা হচ্ছে। এজন্য বাড়ির মালিকদের সিনিয়র প্রপার্টি ম্যানেজার মোহাম্মাদ শরিফুজ্জামান (মোবাইল: 0430297678) অথবা কাজী ইসলাম (মোবাইল: 0431597998) এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

কাজী ইসলাম আরও জানান, ন্যাশন ওয়াইড রিয়েলটির সেল্স টিম শুধু লাকেম্বা, ব্যাংকসটাউন- ক্যান্টারব্যুরি এলাকায় নয় সিডনির সাউথ ওয়েস্ট সাবার্ব ক্যাম্বেলটাউন, ওরান পার্ক, স্প্রিংফার্ম সহ সকল এলাকায় প্রপার্টি কেনাবেচায় কর্মরত রয়েছেন। আগ্রহীরা লাকেম্বায় 2/85a হ্যাল্ডন স্ট্রিটের ন্যাশন ওয়াইড রিয়েল্টির হেড অফিসে যোগাযোগ করতে পারেন।