লাকেম্বায় বাংলা টাউনের উদ্যোগে অমর একুশে 

  
    


প্রশান্তিকা রিপোর্ট: আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…এই অমর বাণীকে ধারন করে সিডনির বাংলাদেশী অধ্যুসিত লাকেম্বায় এবারও ভাষা শহীদদের স্মরণে উদযাপিত হচ্ছে মহান একুশের শ্রদ্ধাঞ্জলি। লাকেম্বায় স্থানীয় বাংলাদেশী নেতা ও ব্যবসায়ীদের সংগঠন বাংলা টাউন অস্ট্রেলিয়ার উদ্যোগে আজ সারাদিন ব্যাপি এ শ্রদ্ধাঞ্জলি চলবে।

অস্থায়ী শহীদ মিনার নির্মান

এ উপলক্ষে রেলওয়ে প্যারেডে গ্রামীন রেস্টুরেন্টের সামনে আয়োজকেরা অস্থায়ী শহীদ মিনার নির্মান করেছে। রাত ১২ টা ১ মিনিট থেকে আগ্রহী সকল মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা পুস্পস্তবক অর্পণ করবেন। সন্ধ্যা সাতটায় অস্থায়ী শহীদ মিনারের পাদদেশে গান পরিবেশন করবেন আয়েশা কলি ও তার দল। এছাড়া বিকেল থেকে এর পাদদেশে বইয়ের পসরা নিয়ে বসবে প্রশান্তিকা বইঘর। পাঠকেরা এখানে এবছর ঢাকায় অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন বই সংগ্রহ করতে পারবেন। গ্রামীন রেস্টুরেন্টের পক্ষ থেকে আশরাফুল আলম সারাদিন ব্যাপি এই আয়োজনে সিডনিবাসী বাঙ্গালীদের অংশগ্রহনের আহবান জানিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments