শপথ নিলেন বিএনপির আরো চার এমপি

  
    

বিএনপি থেকে নির্বাচিত আরও চারজন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) বিকালে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কক্ষে তারা শপথ নেন। এখন শপথ নিতে বাকি রয়েছে একমাত্র দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় রাজনীতি এ সংকটময় সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, তার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের অংশ হিসেবে আমরা সংসদে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

শপথ নিলেন, বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া।

শপথ নেয়ার পর সংসদে হারুনুর রশীদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছি। আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ দেশের মানুষের কথা বলতে আমরা সংসদে যাচ্ছি। দলীয় সিদ্ধান্ত হলে মহাসচিব ফখরুল ইসলাম কেন শপথ নেন নি? জবাবে হারুন বলেন, এটা মহাসচিবই বলতে পারবেন।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মাত্র ৮টি আসন পায় বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচিত ৮ জনের মধ্যে ৬ জন বিএনপির আর দু’জন গণফোরামের।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments