প্রশান্তিকা ডেস্ক: গত ২৩ শে জুন সিডনির বাংলাদেশী অধ্যুসিত লাকেম্বার লাইব্রেরি হলে শরীয়তপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ঈদের বেশ কয়েকদিন পরে হলেও সেদিন নারী-পুরুষ ও শিশুদের পরনে ছিল নানা রংয়ের বাঙ্গালী পোষাক।
বিকেল সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশী শারীতপুর কমিউনিটির পরিচিত প্রিয়মুখ মুশফিকুর রহমান নবীন, আতাউর রহমান লেমন, তানজিলা জামান মুনি, আসাদুজ্জামান সোহাগ, আতাউর রহমান নিউটন, এইচ এন হাবিবুর রহমান খোকন প্রমুখ। আয়োজকেরা বছরের বিভিন্ন সময়ে সিডনিতে শরীয়তবাসীরা এভাবে মিলিত হওয়ার আহবান জানান। এতে করে প্রবাসে তাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
আয়োজকেরা অনুষ্ঠানে আগত বিশিষ্ট গন্যমান্য ব্যক্তি, সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস’র স্থানীয় রাজ্য এমপি জিহাদ দীব এবং কাউন্সিলর মাসুদ চৌধুরী, মোহাম্মাদ শাহে জামান ও নুরুল হুদা।অতিথিরা এরকম আয়োজনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।