যত্নে রাখা ফুল
তোমার আমার ভুল,
আমার কানের দুল
তোমার কোঁকড়া চুল।
শীতের রাতের চাদর
তোমার স্পর্শ আদর
তোমার হাতে হাত
কেটে গেল পুরো রাত।
কতো স্বপ্ন চোখে
মায়া ভরা তার মুখে,
মন ভরে রয় সুখে
সাথী থেকো আমার দুঃখে।
ঐ যে দূরের আকাশ
দোলে দোলে ওঠে বাতাস,
নদীতে পানির কলকলানি
চাঁদের আলোর ঝলমলানি।
তুমি আমি বসে আছি
অনেকটা কাছাকাছি……
তুমি আসবে না আমি জানি
তবুও স্বপ্ন আঁকড়ে বেঁচে থাকি।