প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান শিল্পী পৃথ্বীরাজ চলে গেলেন না ফেরার দেশে। ধারনা করা হচ্ছে, আজ রোববার ভোররাতে স্টুডিওতে কাজ করার সময় তিনি হার্ট আ্যটাকে মারা গেছেন।
জানা গেছে, গতকাল রাতে তিনি তাঁর মিউজিক স্টুডিওতে কাজ করছিলেন। তাঁর স্ত্রীর ফোনে সাড়া না দেয়ায় বাইরে থেকে দরজা ভেঙ্গে চেয়ারে বসা অবস্থায় অচেতন পৃথ্বীরাজকে উদ্ধার করে রাজধানীর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি কাজ করতেন এবিসি রেডিওতে। সেখানকার সহকর্মী এহসান টিটু জানান, ” পৃথ্বীরাজ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে বেশ সুস্থ হয়ে উঠেছিলেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।”
পৃথ্বীরাজের ছোট ভাই ঋতুরাজ তার সামাজিক মাধ্যমে
জানান, ১৫ ডিসেম্বর যোহরের নামাযের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, পৃথ্বীরাজ গানের পাশাপাশি ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামের একটি গানের স্কুলও চালাতেন। ২০১১ সালে পৃথ্বিরাজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশ পেয়েছিলো। শাস্ত্রীয় সঙ্গীতেও তাঁর দখল ছিলো।