
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক অনীলা পারভীন গল্প, কবিতা, নিবন্ধ ইত্যকার বিষয়ে লেখালেখি করেন। পাঠকপ্রিয় অনীলা পারভীন প্রশান্তিকায় নিয়মিত লেখেন। এবার বইমেলায় তিনি ছোটদের জন্য লিখেছেন ‘অস্ট্রেলিয়ার উপকথা’ বইটি। ঢাকার বইমেলায় শিশু কিশোর পাঠকেরা খুব কিনছে বইটি।দেশ ‘অস্ট্রেলিয়া’ নিয়ে শুধু শিশু কিশোর কেনো বড়দেরও রয়েছে আগ্রহ। আর সেই তাড়না থেকেই ছোট বড় সব শ্রেনীর পাঠকেরা সংগ্রহ করছেন বইটি। প্রশান্তিকার সাথে ছোট্ট একটি কথোপকথনে অনীলা পারভীন তাঁর অনুভূতি জানিয়েছেন।
প্রশ্ন: লেখালেখি নিয়ে কতদূর যেতে চান?
অনীলা: সখে লিখি। তেমন বড় কোনো স্বপ্ন নেই। যতদিন সখ আছে লিখে যাব। তবে শিশুদের জন্য নিয়মিত লেখা চালিয়ে যেতে চাই।
প্রশ্ন: আপনার প্রিয় সাহিত্যিকের তালিকায় রয়েছেন কারা?
অনীলা: তালিকাটা যদিও দীর্ঘ। তবে বেশী প্রিয় সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টাচার্য, হুমায়ুন আহমেদ।
প্রশ্ন: প্রবাসে সাহিত্য চর্চা কেমন হওয়া উচিৎ?
অনীলা: প্রবাসে সাহিত্য চর্চা যেমন চলছে তা কম নয়। এখানে অনেক সীমাবদ্ধতার মধ্যে সাহিত্য চর্চা চালিয়ে যেতে হয়।যে দিক থেকে এখানকার উদ্যোগগুলো প্রশংসার দাবী রাখে। তবে, এদেশে জন্ম হওয়া নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্যকে আরও কিভাবে পরিচিত বা জনপ্রিয় করা যায়, সেটা নিয়ে ভাবা যেতে পারে। যেমন, আমরা দেখেছি এখানকার বইমেলাতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।এর সাথে যদি বই পড়ার বা গল্প বলার প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়, তবে এখানকার শিশুরা বাংলা শিশু-সাহিত্যগুলি পড়ার সুযোগ পাবে। যা পরবর্তীকালে ওদেরকে বড়দের সাহিত্য পড়ার বা চর্চা করার উৎসাহ দিবে।

Great content! Super high-quality! Keep it up! 🙂