পবিত্র ইসলাম ধর্ম এবং কোরআন শরীফ অবমাননা করায় শেফায়েত উল্লাহ’র বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
গত শনিবার এ মামলাটি করেছে ইসলামিক রিলিজিয়াস অথরিটি অস্ট্রিয়া এবং এশিয়ান কালচারাল কমিউনিটি। এছাড়া শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় অস্ট্রিয়ার ১৬ নম্বর ডিস্ট্রিক্ট পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বরাবর আরেকটি মামলা করেন বাংলাদেশি কমিউনিটি মসজিদ নিয়ে গঠিত সম্মিলিত জোট। প্রাথমিকভাবে সাইবার ক্রাইম ইউনিট বিশেষজ্ঞরা বলছেন অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ২ বছরের জেল জরিমানা হতে পারে।
গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদকে (স.) নিয়ে বাজে মন্তব্য করেন শেফায়েত উল্লাহ । এই ভিডিও দেখার পর ভিয়েনার মুসলিম সমাজের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। শেফায়েত উল্লাহকে ধরিয়ে দিতে ইতোমধ্যে দেশে-বিদেশে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
৭ বছর পূর্বেও ইসলাম ধর্মকে অবমাননা করার জন্যে সেফায়েত উল্লাহ’র বিরুদ্ধে ভিয়েনাস্থ বায়তুল ফালাহ মসজিদের পক্ষে ইঞ্জিনিয়ার এম আ হাসেম একটি মামলা দায়ের করেন।