প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশ সরকারের
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই তিন ধরে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। এরপর তিনি করোনা টেস্ট করান। আজ সোমবার (১৬ নভেম্বর) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

প্রশান্তিকা থেকে যোগাযোগ করা হলে তাঁর পরিবার জানায়, সচিব কে এম আব্দুস সালাম বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং হোম আইসোলেশনে রয়েছেন। শারীরিক দুর্বলতার মধ্যে একটু ঠাণ্ডা, কাশি রয়েছে এবং শরীরে ব্যথা আছে। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই তাঁর। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, কে এম আব্দুস সালাম এর আগে প্রধানমন্ত্রীর কার্যলয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক ছিলেন। উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় তাঁর জন্ম। তাঁর করোনা আক্রান্তের খবরে সিরাজগঞ্জবাসী, পরিবার এবং তাঁর বিশ্ববিদ্যালয়ের সহপাঠি ও বন্ধুরা উদ্বিগ্ন এবং তাঁর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন।