
শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনার পর থেকে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, চার সদস্যর একটি বাংলাদেশী পরিবারটি শ্রীলঙ্কার বেড়াতে গিয়েছিল। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, তারা কোনো হোটেলে বা হাসপাতালে রয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।’
শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে সিরিজ হামলায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যাদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।