ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় রাজধানীসহ বিভিন্ন স্থানে তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
আজ রোববার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। সকালে কলম্বোর উত্তরাঞ্চলের গীর্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের একটি গীর্জায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা রয়টার্সকে বলেন, ‘স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ইস্টার সানডের প্রার্থনার সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।’
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, নেগোম্বো শহরের কাতুওয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ান’স চার্চে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। গির্জাটি তাদের ফেসবুক পেজে বিস্ফোরণের কথা উল্লেখ করে ও সাহায্যের আবেদন জানায়।
শ্রীলঙ্কার এই বিস্ফোরণের বিষয়ে এখনও কোনো পক্ষ দায় স্বীকার করেনি। বিস্ফোরণের কারন সম্পর্কে এখনও কিছু বলেনি পুলিশ।