প্রশান্তিকা ডেস্ক: সিডনির নামকরা নাট্য সংগঠন সখের থিয়েটার নতুন একটি মঞ্চ নাটক প্রযোজনায় হাত দিয়েছে। এলক্ষ্যে আগামী ২৭ অক্টোবর ২০১৯ সিডনিতে সখের থিয়েটার একটি অভিনয় কর্মশালার আয়োজন করছে।
“বাঙলা নাটকের শ্বাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদুর” শ্লোগান নিয়ে সিডনির ‘সখের থিয়েটার’ তাদের দ্বিতীয় মঞ্চ নাটকের জন্য আগামী ২৭ অক্টোবর রোববার সিডনির বেলমোর কমিউনিটি হলে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা পরিচালনা করবে।
আগ্রহী নতুন মঞ্চকর্মীদের অভিনয় কর্মশালাটি পরিচালনা করবেন এবং প্রশিক্ষণ দেবেন নাট্য ব্যক্তিত্ব শাহীন আক্তার স্বর্ণা ও নাট্য ব্যক্তিত্ব শাহীন শাহনেওয়াজ ।
সিডনি ও ক্যানবেরায় সখের থিয়েটার কর্তৃক ঢাকার জনপ্রিয় মঞ্চ নাটক ‘কঞ্জুস’ এর সফল মঞ্চায়নের পর আগামী প্রযোজনার জন্য নতুন নাট্যকর্মী খুঁজতে এই অভিনয় কর্মশালার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মশালায় অংশ নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন:
শাহীন শাহনেওয়াজ ০৪১২ ৩৬৬ ০৯৩, শাহীন আক্তার স্বর্ণা ০৪০৬ ৭৯০ ৮৫৬ ও আফসানা রুচি ০৪০২ ১৯৬০১৫।
সংবাদ বিজ্ঞপ্তি।