প্রশান্তিকা ডেস্ক: কিংবদন্তী সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন না ফেরার দেশে ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। আজ মঙ্গলবার ভোর ৪টায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার ছেলে সামির আহমেদ মিডিয়াকে তার বাবার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি জানান, “হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়। রাতে হার্ট অ্যাটাক করলে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’
মুক্তিযোদ্ধা, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি মাত্র পনের বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রে তার অসংখ্য গান রয়েছে। ‘সব ক’টা জানালা খুলে দাওনা’ তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য একটি গান। তাঁর মৃত্যুর সাথে সাথে আমরা এক মহীরুহকে হারালাম।
Subscribe
Login
0 Comments