সবাই নেতা হতে পারেনা । নাদেরা সুলতানা নদী

  
    
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
পৃথিবীতে যতগুলো দেশের যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করার মত গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, সেইসব ইতিহাসের সাথে জড়িয়ে আছে কোন না কোন স্বমহিমায় উদ্ভাসিত নেতা বা নায়কের নাম।
সবাই নেতা হতে পারেনা, সবার ডাকে জনগণ সাড়া দেয়না। ক্ষণজন্মা হাতেগোনা অল্প কিছু নামই কেবল আমরা পাই ইতিহাসে।
পৃথিবীর সকল সভ্য দেশই স্বাধীনতা অর্জনের পর তেমন নায়কদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে এবং কাউকে কাউকে বুকের সকল নিংড়ানো ভালোবাসা দিয়ে ‘জাতির পিতা’ স্বাধীনতার মহান নেতা, স্বাধীনতার জনক… এমন সম্মান দিয়ে ভূষিত করে, তাঁকে তাঁর যোগ্য সম্মান দিয়ে চিরদিন স্মরণ করে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুরো দেশ মনে রাখে তাঁর রাজনৈতিক দিক নির্দেশনা এবং ভূমিকা। এসবই করে সকল রাজনৈতিক তর্কের বাইরে গিয়ে।
আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিশ্বমানচিত্রে এমন অনেক দেশ আছে। সেইসব দেশের ইতিহাসে এমন করে জড়িয়ে থাকা নেতাদের যথাযথ সম্মান দিয়েই পরবর্তিতে দেশ এগিয়ে যায় কোন না কোন রাজনৈতিক দলের হাত ধরে। সেই নেতার রাজনৈতিক দল ছাড়াও অন্য যেকোন রাজনৈতিক দল এই শিষ্টাচারের বাইরে যেতে পারেনা। বাংলাদেশ ব্যতিক্রম !
স্বাধীনতার এতো বছর পরেও ‘জাতির পিতাকে’ দেশের সকল মানুষ একসাথে বুকে হাত দিয়ে একটিবারও কৃতজ্ঞতা জানায়নি, জানাবে কি কোনদিন ?
১৫ আগস্ট ১৯৭৫, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো একটি দিনের একটি।
রাজনৈতিক পট পরিবর্তনের দিন। জাতি হিসেবে আমাদের মাঝে যে ঘৃণ্য কৃতঘ্ন, নির্মম এক পাকপ্রেমী সাম্প্রদায়িক জনগোষ্ঠীর বীজ স্বাধীন দেশেও থেকে গিয়েছিলো তারাই দিয়েছিলো সেদিন এই মরণ কামড়!
এবং তারা সফলতার সাথে বপন করতে পেরেছে সেই বীজ, সেই অপরাজনীতি। এমন একজন মহান নেতার জন্যেও ‘গোটা বাংলাদেশ’ এক হতে পারলোনা স্বাধীনতার চার যুগ পরেও…
এ দায় দেশপ্রেমী প্রতিটা মানুষের! স্বাধীন বাংলাদেশের।
আমার ধারণা দেশের খুব বড় অংশের মানুষ আজও মনে করে ‘শেখ মুজিব’ শুধুই একটি দলের রাজনৈতিক নেতা বৈ আর কিছুনা…
বাংলাদেশের ক্ষমতায় আসা এবং বিরোধী দলে থাকা সবচেয়ে বড় রাজনৈতিক দলের মাঝে আছে তাঁকে ঘিরে ভীষণ এক নেতিবাচক মনোভাব। স্বাধীনতা পূর্ব এবং পরবর্তিতে তাঁর এবং তাঁর দলের ভুমিকা নিয়ে নানান সত্য এবং মিথ্যা প্রচার প্রচারণা নেহায়েৎ কম নেই।
যে বিতর্কগুলো আমাদের জাতি হিসেবে অসভ্য, বর্বর আর নির্মম করে তুলে তা থেকে যেন মুক্ত হয় বাংলাদেশ!
‘বঙ্গবন্ধুকে’ শ্রদ্ধা জানাতে  আওয়ামীলীগ দলের অনুসারীই হতে হয়না, এই সহজ সত্য মেনে নেয়ার মতো বিবেক বিবেচনা আসুক। দুঃখজনক সত্য হচ্ছে তাঁর রাজনৈতিক দল আওয়ামীলীগের মাঝেও তাঁর রাজনৈতিক আদর্শ লালন করা বা তাঁর মত ব্যক্তিত্ব আজ প্রায় শূন্যের কোঠায়!
আরো একটা বিষয় হচ্ছে, দেশে এবং দেশের বাইরে থাকা কোটি কোটি বাংলাদেশির অনেকেই লাল সবুজ পতাকা ভালোবাসে, দেশের কোন বিজয় হলে আনন্দে গেয়ে উঠে, লাল সবুজ পোশাক পরে… কিন্তু বঙ্গবন্ধুকে সম্মান তো দূরের কথা, ঠিকমত জানেইনা। বরঞ্চ আমি একটা সময়ের পরের প্রজন্মের কারো কারো সাথে কথা বলতে গিয়ে অনেকবার ভেতর থেকে চমকে গেছি কী ভয়াবহ বার্তা তারা পরিবার এবং কোন না কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করতে গিয়ে পেয়েছে।
ব্যর্থতাটা আসলে… কার, কবে থেকে… শুরু, কোথায়, কী যে হলো ভুল, তাই ভাবি, বাংলাদেশের ইতিহাসের কালো এই দিনটিতে আরো একবার পুরোনো এই লেখাটাই নিয়ে এলাম!
শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও অকালে প্রাণ হারানো তাঁর পরিবারের সকল সদস্যকে।
শ্রদ্ধাঞ্জলি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
নাদেরা সুলতানা নদী
সহযোগী সম্পাদক, প্রশান্তিকা। 
মেলবোর্ন, অস্ট্রেলিয়া 
১৫ অগাস্ট ২০২১। 
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments