সব মাইরা ফালান । মোয়াজ্জেম আজিম

  
    

[ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষ স্ট্যাটাস দিচ্ছেন। দিনশেষে সেসব আবার হারিয়ে গিয়ে স্থান পাচ্ছে নতুন বিষয়। প্রশান্তিকার এই বিভাগে প্রতি সপ্তাহে থাকছে নির্বাচিত সেই স্ট্যাটাস। প্রিয় পাঠক, আপনি যদি মনে করেন আপনার লেখা স্ট্যাটাসটি মনোনীত হতে পারে- তাহলে পাঠিয়ে দিন। এই বিভাগে লেখা কোনরকম সম্পাদনা ছাড়াই হুবহু প্রকাশিত হবে।]

মোয়াজ্জেম আজিম

আমি একজন বাইকার। কুকুরের জন্যে রাস্তায় সাইকেল চালাতে অসুবিধা হয় তাদেরকে মাইরা ফেলেন।
আমি পথচারি কুকুর দেখলে ভয় লাগে তাদেরকে মাইরা ফেলেন।
কুকুরের চিৎকার চেঁচামেচিতে ঘুমাইতে পারি না, ওদেরকে মাইরা ফেলেন।
একজন দুর্নীতিবাজ ধরা পড়েছে, তার কল্লাটা ফালায়ে দেন।
টেররিস্ট ধরা পড়ছে, ওরে ক্রসফায়ারে দেন।
চোর ধরা পড়ছে, গণপিটুনি দিয়া মাইরা ফালান।

এই যদি একটা সোসাইটির ডিমান্ড হয়, তাইলে সরকার গুম, খুন, জেল জুলুম করে ক্ষমতায় থাকবো নাতো কী করবো। যে সোসাইটির মানুষের প্রাণের অধিকার বোঝার ক্ষমতা নাই, যাদের কাছে মাইরে ফেলা দুধভাত। এবং এই ডিমান্ডগুলো তথাকথিত সুশিল, শিক্ষিত, শহুরে মানুষেরই দাবী।
তাদেরকে একটা মানবিক সোসাইটি গঠনের মধ্যে নিয়ে আসা বহু বহু দূরে অবস্থান করে বলেই মনে হয়।

মোয়াজ্জেম আজিম, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments